Flowchart করার কিছু সংক্ষিপ্ত নিয়ম
Flow Chart Writing Technique
Flowchart করতে, হলে এই নিয়মগুলো তোমাকে জানতে হবে .
1.যেই Passage দেওয়া থাকবে ওই passage থেকে প্রশ্ন অনুযায়ী পাঁচটি Sentence বাছাই করতে হবে .
2.বাছাইকৃত Sentence গুলো থেকে পাঁচটি Phrase/notes তৈরি করতে হবে.
Phrase/Short notes কি ?
Phrase/Short notes হলো এমন কিছু শব্দ অংশ যেখানে কোন Subject ও Principle Verb থাকবে না।যেমন :
Sentence: I go to school
Phrase/notes: going to school
Flowchart করার জন্য কিছু নিয়ম জানতে হবে।
Phrase /short notes তৈরি করার স্পেশাল পাঁচটি শর্টকাট নিয়ম নিচে দেওয়া হলো-
নিয়ম - 1 :বাছাইকৃত পাঁচটি Sentence এর মধ্যে যদি দেখো Sub +be verb ( am/is/are/was/were) আছে তাহলে Be verb এর জায়গায় Begin+ বাকি অংশ দিলেই হবে।
যেমনঃ
Sentence : I was collecting dollar.
Phrase/short notes : being collecting dollar
নিয়ম - 2 : বাছাইকৃত পাঁচটি Sentence এর মধ্যে যদি Sub+modal auxiliary verb (can/could/may/might/must/used to/ought to/need to) থাকে তাহলে Modal verb এর পরিবর্তে Principle Verb এর সাথে Ing+বাকি অংশ লিখলেই হবে।
যেমনঃ
Sentence : I can read the paragraph.
Phrase/short notes : reading the paragraph.
নিয়ম- 3: বাছাইকৃত Sentence এ যদি Sub+ (Have/has/had) থাকে তাহলে এগুলোর পরিবর্তে Halving+বাকি অংশ লিখলেই হবে।
যেমনঃ
Sentence : I had a serious infection.
Phrase/short notes : having a serious infection
নিয়ম- 4 :বাছাইকৃত Sentence এ যদি Sub +main verb (go/worked/do) থাকে তহলে main verb এর সাথে ing+বাকি অংশ লিখলেই হবে।
যেমনঃ
Sentence : I worked for an Ice-cream shop.
Phrase/shot notes : Working for an Ice-cream shop.
নিয়ম -৫ : বাছাইকৃত Sentence এর মধ্যে যদি প্রশ্নে উল্লেখিত Subject ব্যতীত অন্য Subject উল্লেখ থাকে তাহলে হুবহু ঐ Sentence টি তুলে দিলেই হবে।কিন্তু Mani verb এর সাথে ing বসাতে হবে।
যেমনঃ
Sentence : The owner of this gave me something to eat.
Phrase/Short notes : The owner of this giving me something to eat.
No comments